রানে ফিরতে কোহলী-রোহিতকে পরামর্শ পার্থিবের

সংবাদ সংস্থা: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে রোহিত শর্মা ও বিরাট কোহলীর ফর্ম চিন্তায় রাখছে ভারতকে। এই পরিস্থিতিতে দুই ক্রিকেটারকে ফর্মে ফেরার পরামর্শ দিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার পার্থিব পটেল। তাঁর মতে, দু’জনকেই একটু সময় নিতে হবে।
অতিরিক্ত চাপ নিয়ে ফেলায় স্বাভাবিক খেলা খেলতে পারছেন না দুই ক্রিকেটার।বিশ্বকাপে ভারতকে ভাল করতে হলে ছন্দে ফিরতে হবে দলের সব থেকে অভিজ্ঞ দুই ব্যাটারকে। তার জন্য তাঁদের চিন্তামুক্ত হয়ে খেলার পরামর্শ দিয়েছেন পার্থিব।
তিনি বলেন, ‘‘ওরা বেশি চাপ নিয়ে ফেলছে। শট নিয়ে বেশি ভাবতে যাচ্ছে। তাতে ওদের স্বাভাবিক খেলা নষ্ট হচ্ছে। রোহিত-কোহলীর উচিত চাপ না নিয়ে খেলতে। তা হলেই ওরা বড় রান করবে।’’