সম্পূর্ণ সিলেবাসেই হবে উচ্চ মাধ্যমিক, নতুন বিজ্ঞপ্তি জারি

স্টাফ রিপোর্টার: আগামী শিক্ষাবর্ষে অর্থাৎ ২০২৩ সালে একাদশের বাৎসরিক পরীক্ষা হবে সম্পূর্ণ সিলেবাস। সম্পূর্ণ সিলেবাস পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিকও। শনিবার নতুন বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
বিজ্ঞপ্তিতে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সেক্রেটারি তাপস কুমার মুখোপাধ্যায় জানিয়েছেন, ২০২৩ সালের বাৎসরিক পরীক্ষা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে। সংসদের অফিসিয়াল সাইটে সমস্ত বিষয়েরই পূর্ণাঙ্গ সিলেবাস পাওয়া যাবে।
আগের মতই হবে প্রশ্নমালা। এমনকি কি কি ধরনের প্রশ্ন ও প্রশ্নের মান কি রকম হবে তাও শীঘ্রই অফিশিয়াল সাইটে আপলোড করে দেওয়া হবে।