রাজ্যে করোনা আক্রান্ত ৩ হাজার ছুঁইছুঁই

স্টাফ রিপোর্টার: পরপর দু’দিন রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ তিন হাজার ছুঁইছুঁই। রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, শনিবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৬৮ জন।
যা শুক্রবারের তুলনায় কিছুটা বেশি। কারণ, ওইদিন আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ৯৫০ জন। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ৭৪৩ জন। তারপরই রয়েছে কলকাতা।
৭৪২ জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিশ। ১৪৩ জন আক্রান্ত হওয়ায় তৃতীয় স্থানে হুগলি। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী ভাইরাসের থাবায় মৃত্যু হয়েছে ৩ জনের।