তেলের দাম ১৫ টাকা কমানোর নির্দেশ কেন্দ্রের

সংবাদ সংস্থা: রান্নার তেলের দাম প্রতি লিটারে ১৫ টাকা করে কমানোর নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। ৬ জুলাই দাম সংশোধনের জন্য বৈঠক ডেকেছিল কেন্দ্র। দেশের বড় বড় ভোজ্যতেল সংস্থার প্রতিনিধিদের সঙ্গে তেলের দাম কমানোর বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে কেন্দ্র জানিয়েছে, উৎপাদকরা দাম কমিয়েছে। ফলে ডিস্ট্রিবিউটরদের জন্য তেল সস্তা হয়েছে। একইভাবে এর সুফল ক্রেতাদেরও পাওয়া উচিত্।এর পরেই প্রতি লিটারে ১৫ টাকা করে দাম কমানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র।