ক্যানিং হত্যাকাণ্ড গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার: ক্যানিংয়ে তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ ৩ জনের হত্যাকাণ্ডে পুলিশের হাতে প্রথম গ্রেপ্তার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম আফতাবউদ্দিন শেখ।
শুক্রবার রাতে মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে কুলতলি থেকে তাকে গ্রেপ্তার করে ক্যানিং থানার পুলিশ। ধৃতকে শনিবার তোলা হবে আদালতে তোলা হয়। তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা তদন্তকারীদের।
আফতাবউদ্দিনকে জেরা করে অন্যান্য অভিযুক্তদের সম্পর্কে সমস্ত তথ্য পাওয়া যাবে বলেই মনে করছে পুলিশ।