অমরনাথে বেড়াতে গিয়ে মৃত্যু বারুইপুরের ছাত্রীর

প্রদীপকুমার সিংহ, বারুইপুর: অমরনাথে বেড়াতে গিয়ে আর জীবন্ত অবস্থায় বাড়ি ফেরা হল না বারুইপুরের এক মাস্টার্সের ছাত্রীর। নাম বর্ষা মুহুরী(২৪)। বাড়ি দক্ষিণ ২৪ পরগনারর বারুইপুর থানার চক্রবর্তী পাড়ায়।
স্থানীয় সূত্রে খবর, গত পয়লা জুলাই বর্ষা মা নিবেদিতা মুহুরী ও মামা সুব্রত চৌধুরীর সঙ্গে অমরনাথের উদ্দেশে বেড়াতে যান। সেখানে শুক্রবার অমরনাথের মন্দিরে হেঁটে উঠতে গিয়ে বর্ষার মা নিবেদিতা দেবীর পায়ে লাগে। মাকে ধরতে গিয়ে প্রবল বৃষ্টিতে বর্ষা পাহাড় থেকে পড়ে জলে তলিয়ে যান।
এই খবর পাওয়ার পর চক্রবর্তী পাড়ায় শোকের ছায়া নেমে আসে। বারুইপুর থানার পুলিশ তাঁদের বাড়িতে আসে। যদিও বর্ষা মুহুরীর দেহ এখনও তাঁর বাড়িতে আসেনি।