টি-টোয়েন্টির অধিনায়কদের এলিট তালিকায় নাম তুললেন রোহিত শর্মা

সংবাদ সংস্থা: বছর শেষে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ। তার আগে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিতে ইংল্যান্ডের মাটিতে টি-২০ সিরিজ খেলছে ভারতীয় দল। শুক্রবার প্রথম ম্যাচে এজবাস্টনের ২২ গজে মুখোমুখি হয়েছে দুই দল। এজবাস্টনের টেস্টে খেলেননি অধিনায়ক রোহিত শর্মা।
তবে টি ২০-র প্রথম ম্যাচে তাকে ব্যাট হাতে যথেষ্ট সাবলীল মনে হয়েছে। ছোট ইনিংসের মধ্যে দিয়েই তিনি তার নাম লিখিয়ে ফেলেছেন আন্তর্জাতিক টি ২০-র অধিনায়কদের এলিট তালিকায়।এখন পর্যন্ত যেসব দেশ টি-টোয়েন্টি খেলেছে তাদের মধ্যে যেসব অধিনায়ক আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১০০০ এর বেশি রান সম্পন্ন করেছেন তাদের তালিকায় নিজের নাম তুলে ফেললেন রোহিত শর্মা।
বলা ভালো এই তালিকায় ভারত একমাত্র দেশ যাদের হয়ে তিন অধিনায়ক ১০০০ এর বেশি রান করার কৃতিত্ব অর্জন করেছেন। এখন পর্যন্ত যা করতে পারেনি কোনও দেশের অধিনায়ক।