ভাঙড়ে সাব স্টেশনের সামনে আন্দোলন

স্টাফ রিপোর্টার: প্রতিশ্রুতি রক্ষা করেনি সরকার। এই অভিযোগে ফের দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে নির্মিয়মান সাব স্টেশনে তালা লাগিয়ে দিলেন আন্দোলনকারীরা। মঙ্গলবার সকাল থেকে তালা ঝুলিয়ে পাওয়ারগ্রিডের গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।
আন্দোলনকারীদের দাবি, ৪ বছর আগে মামলা প্রত্যাহার ও এলাকার উন্নয়নের শর্তে পাওয়ার গ্রিডের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিলেন আন্দোলনকারীরা।
৪ বছরে সাবস্টেশনের কাজ শেষ হলেও উন্নয়নের কাজ কিছুই হয়নি। সরকার টালবাহানা করছে। তাই প্রতিশ্রুতি পূরণ না হলে এবার তালা খুলবেন না তাঁরা।