পঞ্চায়েত স্তরে উন্নয়নের কাজে গতি আনার নির্দেশ নবান্নের

স্টাফ রিপোর্টার: পঞ্চায়েত ভোটের আগে নড়েচড়ে বসল নবান্ন। নবান্ন থেকে প্রত্যেক জেলায় নির্দেশ পাঠানো হল রাস্তা, জল-সহ পঞ্চায়েত এলাকায় কাজ ফেলে রাখা যাবে না।পঞ্চায়েত এলাকায় দ্রুত উন্নয়নের কাজ শেষ করতে হবে বলে নির্দেশ দিয়েছে নবান্ন।
নবান্নের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে তাতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, এই মুহূর্তে জেলায় জেলায় গ্রামীণ উন্নয়নের কাজ করার জন্য পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদের হাতে টাকা রয়েছে। কাজেই বাড়ি তৈরি হোক বা রাস্তাঘাট অথবা পানীয় জলের প্রকল্প এবং সর্বোপরি শৌচাগার তৈরির কাজ দ্রুত শেষ করতে হবে।
এই মুহূর্তে গত 6 মাস যাবত কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজে যুক্ত কর্মীদের টাকা দিচ্ছে না। এ ক্ষেত্রে নবান্নের নির্দেশ, যাতে রাজ্য সরকারের উন্নয়নের কাজে এই 100 দিনের শ্রমিকদের লাগানো যায়, সে বিষয়ে প্রচেষ্টা চালাতে হবে।