‘কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করবেন না’, সম্প্রীতির বার্তা হাসিনার

সংবাদ সংস্থা : ধর্মীয় অশান্তিতে সাম্প্রতিককালে বেশ কয়েকবার উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। এবার সেই ইস্যুতেই মুখ খুললেন সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার শেখ হাসিনা বলেন, “একদিকে ভোটের অধিকার অপরদিকে বাঙালি জাতির সার্বিক উন্নয়নে আওয়ামি লিগ কাজ করছে।
৭১ সালের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সব জনগণকে ঐক্যবদ্ধ করে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে।
এই লক্ষ্যে দেশের প্রতিটি মানুষ ভোটের অধিকার, ভাতের অধিকার, গণতান্ত্রিক অধিকার পেয়েছেন। সেটাই আমরা করে যাচ্ছি। গণতান্ত্রিক অধিকারের মাধ্যমেই মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন হবে।”