কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অফলাইনেই

স্টাফ রিপোর্টার: কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে অফলাইনেই।মঙ্গলবার পড়ুয়াদের করা মামলার রায়ে জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ।
আদালত জানিয়েছে, বিশ্ববিদ্যালয় যে মাধ্যমে পরীক্ষা নেওয়া ঠিক হবে বলে ঠিক করেছে সেই মাধ্যমেই পরীক্ষা হবে। পরীক্ষার মাধ্যম ঠিক করার অধিকার ছাত্রছাত্রীদের নেই।
সঙ্গে সিলেবাস কমানোর বিষয়টি পরীক্ষা নিয়ামককে দায়িত্ব দিয়েছেন আদালত।