অসমে মৃত বেড়ে ১৭৩, প্রচুর ফসল নষ্টের আশঙ্কা

সংবাদ সংস্থা : অসমে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত বেড়ে হয়েছে ১৭৩।৬৩ হাজার হেক্টরেরও বেশি জমি এখনও জলমগ্ন।
যে কারণে প্রচুর ফসল নষ্ট হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।অসমে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ২৯ লক্ষেরও বেশি মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছেন। ৩০টি জেলার ২৪৫০টি গ্রাম বিপর্যস্ত হয়ে পড়েছে।
তিন লক্ষেরও বেশি মানুষ ৫৬৩টি ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন। ব্রহ্মপুত্র নদ ও কপিলি, দিসাং ও বুড়িদিহং নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে।