টয়ট্রেন পরিষেবা বন্ধ হওয়ার পর আজ ফের চালু

স্টাফ রিপোর্টার: উত্তরবঙ্গ জুড়ে নাগাড়ে বৃষ্টি হচ্ছে। তার জেরে জাতীয় সড়কে ধস নেমেছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু জায়গায়। এই পরিস্থিতিতে শুক্রবার বন্ধ করে দেওয়া হল টয়ট্রেন পরিষেবা। এই টয়ট্রেন বন্ধের বিষয়ে উত্তর–পূর্ব ভারতের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন , ‘শুধুমাত্র শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের রুট বন্ধ। পাহাড়ের অন্যান্য স্টেশনে জয়রাইড চালু আছে। এটা শুধু শুক্রবারের জন্যই বন্ধ থাকবে। শনিবার (আজ) থেকে আবার পরিষেবা স্বাভাবিক হবে।’