জিটিএ নির্বাচন নির্ধারিত দিনেই, জানাল হাইকোর্ট

স্টাফ রিপোর্টার: জিটিএ নির্বাচনে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। নির্দিষ্ট তারিখ অনুয়ায়ী ভোট এবং গণনা।এমনই নির্দেশ দিয়েছে বিচারপতি মৌসুমী ভট্টাচার্য।পাহাড়ে জিটিএ (গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন)-র নির্বাচন স্থগিত রাখার দাবিতে মামলা করেছিল জিএনএলএফ ।কিন্তু রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, 26 জুন পাহাড়ে জিটিএ নির্বাচন। ইতিমধ্যেই পোস্টাল ভোট শুরু হয়েছে। নির্বাচনী প্রক্রিয়া অনেক আগেই শুরু হয়েছে। এই পরিস্থিতিতে নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারে না বলে জানিয়ে দিল আদালত। তবে জিএনএলএফ যে সমস্ত বিষয়গুলি আদালতে তুলেছিল, সে বিষয়ে পরবর্তী কালে মামলার শুনানি হবে বলে জানিয়েছে আদালদ।