বিধানসভায় বিজেপি বিধায়কদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ

স্টাফ রিপোর্টার: মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা রাজ্যপাল জগদীপ ধনকড়ের দ্বারস্থ হয়েছিলেন। রাজ্যপালকে বলেছিলেন, ‘আচার্য বিল পাশ করবেন না। আটকে রাখুন।’ এই আচরণের নিন্দা করে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে বুধবার নিন্দা প্রস্তাব পাশ হল বিধানসভায়। এ বিষয়ে বিরোধীদের আচরণের সমালোচনা করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “রাজ্যপালের কাছে গিয়ে বলছেন এই বিল পাশ করবেন না। এটা বিধানসভার মর্যাদা নষ্ট করছে। আপনাদের রাজ্যপালকে গিয়ে বলা, বিলে অনুমোদন দেবেন না, এটাও ঠিক নয়।” এরপরই নিন্দাপ্রস্তাব পাশ হয় বিধানসভায়। এছাড়াও এবিষয়ে পরিষদীয় মন্ত্রী ওরফে তৃণমূল বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় বলেন, “বিরোধী দলের সদস্যরা রাজভবনে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। বিধানসভায় বিল সংক্রান্ত ভোটাভুটিতে অংশ নিয়েছে, ভোটে হেরে গিয়েছে।” তাঁর অভিযোগ, “তারা বিল আটকে রাখতে বলছে। তারা আইনসভা বিধানসভার গরিমাকে নষ্ট করছেন। এই সভা এর তীব্র নিন্দা করছে।