ফের বাড়ল দৈনিক সংক্রমণ

সংবাদ সংস্থা : ফের বাড়ল দৈনিক সংক্রমণ।বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১২,২৪৯ জন। তার মধ্যে মহারাষ্ট্রেই একদিনে আক্রান্ত ৩,৬০০–র বেশি। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে ৫৫ শতাংশ। মুম্বইয়েও অ্যাকটিভ কেসের সংখ্যা বাড়ছে। দিল্লিতে গত একদিনে আক্রান্ত ১৩৮৩ জন। একদিনে করোনা প্রাণ কেড়েছে ১৩ জনের। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৯০৩। গত ২৪ ঘণ্টায় বেড়েছে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও। বর্তমানে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ৮১ হাজার ৬৮৭। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার বেড়ে হয়েছে ০.১৯ শতাংশ। তবে সুস্থতার হার স্বস্তি দিচ্ছে। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৭ লক্ষ ২৫ হাজার ৫৫ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯,৮৬২ জন। সুস্থতার হার ৯৮.৬০ শতাংশ। সংক্রমণে লাগাম টানতে জোর দেওয়া হচ্ছে বুস্টার ডোজে।