তৃণমূল দলে না নিলে আম আদমি পার্টির সঙ্গে যুক্ত হব : লক্ষ্মণ শেঠ

স্টাফ রিপোর্টার: বাম,বিজেপি ও কংগ্রেসের পর এবার তৃণমূলে যোগ দিতে চান তমলুকের প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠ। রাজনীতির মূল স্রোতে ফিরে আসার জন্য এবার “দিদির সৈনিক” হিসেবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে এই ইচ্ছাপ্রকাশ করেছিলেন অনেক দিন আগেই। অনেক দিন ধরেই তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছিলেন তিনি। সম্প্রতি দলে যোগ দেওয়ার জন্য তৃণমূলের কাছে আবেদনও করেছিলেন। তবে ঘাসফুল শিবিরের তরফে এখনও পর্যন্ত তাঁকে ইতিবাচক কোনও উত্তর দেওয়া হয়নি। আবার নেতিবাচক কিছুও বলা হয়নি বলে জানিয়েছেন তিনি। সেই কারণে ওই দলে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছেন। আর সেই দলের মাধ্যমেই নিজের স্বপ্নগুলিকে পূরণ করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তৃণমূল যদি তাঁকে না নেয় তাহলে আম আদমি পার্টিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রাক্তন এই সাংসদ।