জেল থেকে পুলিশ হেফাজতে রোদ্দূর রায়

স্টাফ রিপোর্টার: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে কটূক্তির অভিযোগের মামলায় ইউটিউবার রোদ্দূর রায়কে পুলিশ হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। আগামী ২৬ জুন অর্থাৎ রবিবার পর্যন্ত রোদ্দূরকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিশ সূত্রে খবর, মুখ্যমন্ত্রীকে কটূক্তি করা নিয়ে গত মে মাসে রোদ্দূরের বিরুদ্ধে পাটুলি থানায় অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই রোদ্দূরকে আলিপুর আদালতে তোলা হয় বুধবার। তদন্তের স্বার্থেই রোদ্দূরের পুলিশ হেফাজতের আবেদন করা হয়। পাল্টা রোদ্দূরের আইনজীবীও আদালতে জানান, তাঁর মক্কেলের বিরুদ্ধে আদালতে ইতিমধ্যেই পৃথক মামলা চলছে। ওই মামলায় রোদ্দূরের ইউটিউব চ্যানেলে সম্প্রচারের কাজে ব্যবহৃত সমস্ত যন্ত্রপাতিও বাজেয়াপ্ত করা হয়েছে। তাই এই মামলায় তাঁর মক্কেলকে জামিন দেওয়ার আবেদন করেন তিনি। যদিও শেষমেশ পুলিশের আবেদনেই সম্মতি দিয়ে রোদ্দূরকে জেল হেফাজত থেকে আবার পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিলেন বিচারক।