একদিনেই মৃত্যু ৭ জনের, ভয়াবহ পরিস্থিতি বন্যাকবলিত অসমে

সংবাদ সংস্থা : শুধু মঙ্গলবারেই বন্যা দুর্যোগে মৃত্যু হয়েছে ৭ জনের।এই নিয়ে অসমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৯। টানা একসপ্তাহ ধরে ভয়াবহ পরিস্থিতি সেখানে। দিনে দিনে জলস্তর নামার বদলে আশঙ্কা বাড়িয়ে ফুলে ফেঁপে উঠছে। রাজ্যের ৩২টি জেলায় বন্যা পরিস্থিতি। বেশ কিছু জায়গায় তলিয়ে গিয়েছে গ্রাম, বাড়িঘর। রাস্তাঘাট জলের তলায়।একাধিক রাস্তায় ধস নেমেছে।বন্যার কবলে দিশেহারা রাজ্যের প্রায় ৪৭ লক্ষ মানুষ।শুধু বারপেটাতেই ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ৮৮ হাজার মানুষ। অসম সরকারের তরফ থেকে রাজ্যের ২৭টি জেলায় ১৬৮৭টি ত্রাণ শিবির পরিচালনা করা হচ্ছে। বুলেটিনে বলা হয়েছে এখনও পর্যন্ত ৬০ হাজার গৃহপালিত পশু ভেসে গিয়েছে বন্যায়। ২৬ হাজার বাড়ি আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।