সাগরে পথ দুর্ঘটনায় জখম ৫

বিশ্ব সমাচার, সাগর: অটো ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন পাঁচজন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের বকুলতলা মোড়ে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাগরের রুদ্রনগরের দিক থেকে একটি অটো যাত্রী বোঝাই করে নিয়ে সাগরের কচুবেড়িয়া ভেসেল ঘাটের দিকে যাচ্ছিল।
সেই সময় হঠাৎই সাগরের বকুলতলা মোড়ের কাছে একজন সাইকেল আরোহী ওই অটোর সামনে চলে আসেন। অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহীকে ধাক্কা মারে। অটোটি উল্টে যায়। ওই ঘটনায় সাইকেল-আরোহী এবং অটোর চারজন আহত হন।
তাঁদেরকে স্থানীয়রা উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদেরকে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।