বিশ্ব যোগ দিবস পালিত পাথরপ্রতিমায়

রবীন্দ্রনাথ সামন্ত, পাথরপ্রতিমা: মঙ্গলবার পাথরপ্রতিমা ব্লকে উদযাপিত হল বিশ্ব যোগ দিবস। ওই ব্লকের দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম সুরেন্দ্রনগর আদর্শ বাণীপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এদিন বিশ্ব যোগ দিবসের সূচনা করেন দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্চিতা প্রধান। সকালে প্রভাত ফেরী এবং পরে যোগাসন প্রশিক্ষণ দেওয়া হয়।
পাঁচজন শিক্ষক প্রায় তিনশো জন ছাত্রছাত্রীকে যোগাসনের প্রশিক্ষণ দেন। দুর্বাচটি গ্রাম পঞ্চায়েত এবং নেতাজি সংঘের ব্যবস্থাপনায় মাতঙ্গিনী যোগাসন প্রশিক্ষণ কেন্দ্র এই প্রশিক্ষণ পরিচালনা করে। এদিনের প্রশিক্ষণ কেন্দ্রে পাথরপ্রতিমা ব্লক ছাড়াও কাকদ্বীপ, নামখানা, কুলপি, রায়দিঘির তেত্রিশটি সেন্টারের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিল।
এ বিষয়ে দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সুকদেব বেরা জানান, মানুষের জীবনে যোগাভ্যাসের কতটা প্রয়োজন, সেই সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হচ্ছে। প্রধান ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গঙ্গেশ মণ্ডল,
পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির পূর্ত বিভাগের স্থায়ী সদস্য দুলাল মণ্ডল, পঞ্চায়েত সমিতির সদস্যা ঝুম্পা দে, প্রাক্তন প্রধান সুকদেব বেরা, আদর্শ বাণীপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মানস শাসমল, দেবাশিস করন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।