নিকেশ পুলিশের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত জইশ জঙ্গি

সংবাদ সংস্থা : ফের উপত্যকায় সাফল্য কাশ্মীর পুলিশের। মঙ্গলবার জইশ জঙ্গিকে নিকেশ করল কাশ্মীর পুলিশ।গত শনিবার ছুটিতে থাকা এক পুলিশকর্মীর মৃত্যুর ঘটনায় জড়িত ছিল ওই জইশ জঙ্গি।
সোমবার রাত থেকেই পুলওয়ামা এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছিল পুলিশের। সর্বশেষ খবর অনুযায়ী, এখনও অভিযান চালাচ্ছে পুলিশ।কাশ্মীর পুলিশের আই জি বিজয় কুমার জানিয়েছেন,
“জইশ-ই-মহম্মদ জঙ্গি মাজিদ নাজিরকে নিকেশ করা হয়েছে।পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, উত্তর কাশ্মীরের সোপোরে এক জইশ জঙ্গিকে নিকেশ করা হয়েছে।