টেট মামলায় মানিকে সম্পত্তির হিসেব তলব

স্টাফ রিপোর্টার : টেট মামলায় প্রাথমিক পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের কাছে তাঁর গোটা পরিবারের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব তলব করল কলকাতা হাই কোর্ট।মঙ্গলবার দুপুরে কলকাতা হাই কোর্টে হাজিরা দেন তৃণমূল বিধায়ক তথা সদ্য প্রাথমিক শিক্ষক পর্ষদের সভাপতির পদ থেকে অপসারিত মানিক ভট্টাচার্য।
এদিন তাঁকে বিচারপতি বলেন, ‘‘আপনি যেহেতু বিধানসভার সদস্য, তাই কাঠগড়ায় তুলছি না।’’ এর পর বিধায়কের জন্মতারিখ, পরিচয় ইত্যাদি জানার পর আদালতের নির্দেশ, আগামী ২ সপ্তাহের মধ্যে তাঁর সম্পত্তি সংক্রান্ত সমস্ত তথ্য হলফনামা দিয়ে জানাতে হবে।
স্ত্রী, পুত্র এমনকি, বউমার নামে কত সম্পত্তি রয়েছে, তারও তথ্য দিতে হবে। হলফনামা জমা দেওয়ার শেষ তারিখ দেওয়া হয়েছে আগামী ৫ জুলাই।