কাজে যোগ দিলেন রেণু

স্টাফ রিপোর্টার : কাজে যোগ দিলেন পূর্ব বর্ধমানের রেণু খাতুন। মঙ্গলবার নার্সিং স্টাফ গ্রেড ২ পদে কাজে যোগ দিলেন কেতুগ্রামের রেণু খাতুন। কদিন আগে ঘুমন্ত অবস্থায় হামলা চালিয়ে রেণুর হাত কেটে নিয়েছিল তার স্বামী।
মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো এক সপ্তাহ আগেই দুর্গাপুরে রেণুর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয় স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। এদিন পূর্ব বর্ধমান জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিকের দফতরে রেণু কাজে যোগ দান করেন।
নতুন করে স্বাস্থ্য দফতর থেকে কোনও নির্দেশ না আসা পর্যন্ত রেণু এই অফিসেই কাজ করবে বলে জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব কুমার রায়।