জামিন পেলেও হেফাজতেই রোদ্দুর

স্টাফ রিপোর্টার : মুখ্যমন্ত্রীকে কু-মন্তব্য মামলায় রোদ্দূর রায়কে সোমাবার অন্তর্বর্তী জামিন দিল ব্যাঙ্কশাল কোর্ট। দু’হাজার টাকার বন্ডে রোদ্দূরকে জামিন দেওয়া হয়েছে।
তবে হেয়ার স্ট্রিট থানায় দায়ের হওয়া মামলায় জামিন মঞ্জুর হলেও বটতলা থানার মামলা প্রসঙ্গে এখনও কিছু জানায়নি আদালত। এদিকে পৃথক একটি মামলায় নতুন করে গ্রেপ্তার করা হচ্ছে রোদ্দুর রায়কে।