সব দেশ জানে নূপুরের বক্তব্য বিজেপির নয় : বিদেশমন্ত্রী

সংবাদ সংস্থা : পয়গম্বরকে নিয়ে অপমানজনক মন্তব্য করেছিলেন নূপুর শর্মা।তার জেরে দেশ জুড়ে অশান্তি তো হয়েছেই, আন্তর্জাতিক স্তরেও চাপে পড়তে হয়েছে ভারতকে।
বিশেষ করে ইসলামিক দেশগুলি এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। বিজেপির তরফে অবশ্য তড়িঘড়ি ছ’ মাসের জন্য বরখাস্ত করা হয়েছিল নূপুর শর্মাকে। তা সত্ত্বেও দেশে-বিদেশে যথেষ্ট মুখ পুড়েছে কেন্দ্রের শাসকদলের।
এই পরিস্থিতিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়ে দিলেন, নূপুর শর্মার বক্তব্য যে বিজেপির বক্তব্য নয় তা ভাল করেই জানে অন্যান্য দেশ।