যৌনপল্লিতে অভিযানে যৌনকর্মীদের গ্রেফতার করা যাবে না, নির্দেশ হাই কোর্টের

সংবাদ সংস্থা : কোনও যৌনপল্লিতে অভিযান হলে যৌনকর্মীদের গ্রেফতার করা যাবে না। নেওয়া যাবে না কোনও শাস্তিমূলক পদক্ষেপ। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়কে উদ্ধৃত করে এমনই রায় দিল মাদ্রাজ হাই কোর্ট।
আদালত জানিয়েছে, যৌনপল্লিতে অভিযানের সময় কোনও যৌনকর্মীর বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে না পুলিশ। আদালত আরও জানিয়েছে, পতিতালয় চালানো বেআইনি। কিন্তু তাই বলে ওই পেশায় যুক্তদের গ্রেফতার কিংবা অন্য কোনও শাস্তি দেওয়া যায় না।