নিজেকে তৈরি করতে কার্তিক খেলেছেন পাড়ার ক্রিকেটেও : সঞ্জয় বাঙ্গার
সংবাদ সংস্থা : ভারতীয় দলে আবার সুযোগ পাওয়া এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া, এটাই লক্ষ্য দীনেশ কার্তিকের।প্রথম লক্ষ্য পূরণ হয়েছে। দ্বিতীয় লক্ষ্য পূরণের দিকে ক্রমশ এগিয়ে চলেছেন তিনি। জোড়া লক্ষ্য পূরণের জন্য গত কয়েক মাসে প্রচণ্ড পরিশ্রম করেছেন কার্তিক।
প্রাক্তন ক্রিকেটার এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কোচ সঞ্জয় বাঙ্গার জানিয়েছেন, ক্রিকেট খেলার জন্য পাড়ার ম্যাচেও অংশগ্রহণ করেছেন কার্তিক।দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টিতে অর্ধশতরান করেছেন কার্তিক। দলকে জিতিয়ে ম্যাচের সেরা হয়েছেন।
১৬ বছর পর টি-টোয়েন্টিতে প্রথম অর্ধশতরান পেয়েছেন তিনি। তার পরে সম্প্রচারকারী চ্যানেলে বাঙ্গার বলেছেন, “ওর মধ্যে যে খিদে রয়েছে, সেটা অনেকের মধ্যেই থাকে না। আইপিএলে খেলার আগে ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে নিয়মিত খেলেছে।
সেগুলো শেষ হয়ে যাওয়ার পর সোজা মাদুরাই চলে যায়। সেখানে এবং আরও অনেক জায়গায় স্থানীয় ক্রিকেটে খেলে নিজেকে তৈরি করেছে। এখন সেই পরিশ্রমেরই ফল পাচ্ছে। জেদ, কঠোর মানসিকতা এবং দক্ষতাকে কাজে লাগিয়েই সাফল্য পেয়েছে ও।”