ট্যাক্সেশন ট্রাইবুনালে নিয়োগের দায়িত্ব থেকে রাজ্যপালকে সরাতে তৎপর নবান্ন, আগামীকাল পেশ হতে পারে বিল

স্টাফ রিপোর্টার : সম্প্রতি ট্যাক্সেশন ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিয়োগ নিয়ে ধৃষ্টতার ফল পেতে হবে বলে মুখ্যসচিবকে হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এবার এই ক্ষমতাও তাঁর থেকে কেড়ে নিতে উদ্যোগী হচ্ছে নবান্ন। আগামীকাল বিধানসভার অধিবেশনে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আর এদিনই পেশ হতে পারে ‘পশ্চিমবঙ্গ ট্যাক্সেশন ট্রাইবুনাল (সংশোধনী) বিল ২০২২’। ট্যাক্সেশন ট্রাইবুনালের দুই শীর্ষপদ— চেয়ারম্যান এবং জুডিসিয়াল মেম্বারের নিয়োগের দায়িত্ব থেকে রাজ্যপালকে সরিয়ে দিতেই এই বিলটি পাশ করা হবে বলে সূত্রের খবর।
এই দায়িত্ব আগামী দিনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে যৌথভাবে রাজ্য সরকারই নেওয়ার পরিকল্পনা করেছে। তাই আইন সংশোধনের পথেও এগোচ্ছে সরকার।
সরকার মসৃণভাবে এই নিয়োগের কাজ করার জন্যই এই পরিকল্পনা করেছে বলে সূত্রের খবর। বিধানসভায় এই মর্মে সংশোধনী বিল পেশ করার সম্ভাবনা রয়েছে অর্থ দফতরের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের।