২৬৯ নয়, প্রাথমিকে ২৭৩ জনকে দেওয়া হয়েছে অতিরিক্ত নম্বর, জানাল পর্ষদ

স্টাফ রিপোর্টার : প্রাথমিকে ২৬৯ জন নয়, বাড়তি এক নম্বর দেওয়া হয়েছিল ২৭৩ জনকে। কলকাতা হাই কোর্টের কাছে এই তথ্য জমা দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ।কলকাতা হাইকোর্টে পেশ করা হলফনামায় তারা জানিয়েছে,
টেটের প্রশ্নপত্রে ভুল রয়েছে, তাই নম্বর বাড়ানো হোক—এই মর্মে পর্ষদের কাছে মোট ২,৭৮৭ টি আবেদনপত্র জমা পড়েছিল। যার মধ্যে ২৭৩ জন প্রশিক্ষিত প্রার্থী ছিলেন। তাঁদের বাড়তি এক নম্বর করে দেওয়া হয়েছিল।