সারদা মামলা থেকে মুক্তি কুণালের

স্টাফ রিপোর্টার : সারদা কেলেঙ্কারির প্রথম গ্রেফতারের মামলা থেকে মুক্তি পেলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কোন কারণ ছাড়াই অযথা গ্রেফতার করা হয়েছিল এই তৃণমূল নেতাকে, বৃহস্পতিবার এমনটাই এদিন জানিয়ে দিল বিধাননগরে সাংসদ ও বিধায়কদের বিশেষ আদালত।
২০১৩ সালে প্রথম সারদা কেলেঙ্কারির কথা প্রকাশ্যে আসে। সেই সময় প্রথম গ্রেফতার করা হয় সংস্থার কর্ণধার সুদীপ্ত সেনকে। তারপর ওই সংস্থার সঙ্গে যুক্ত থাকা তৃণমূল নেতা কুণাল ঘোষকেও গ্রেফতার করে পুলিশ। কিন্তু এদিন আদালতে পুলিশ জানায়, তেমন কোনও অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি।
শুধুমাত্র সুদীপ্ত সেনের সঙ্গে আর্থিক তছরুপে যোগসাজশ থাকতে পারে বলে গ্রেফতার করা হয়েছিল তাঁকে।আদালতের এই রায়টি অত্যন্ত খুশি কুণাল। তিনি জানিয়েছেন, খুবই ভালো লাগছে। কিন্তু আমার এই লড়াইয়ে আমার পাশে দলের কেউ ছিল না।