প্রধানমন্ত্রীর নাম করে জালিয়াতি, উধাও সাড়ে ৪ লক্ষ টাকা

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর নাম করে এক ব্যক্তির দু’ টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও সাড়ে চার লক্ষ টাকা। ঘটনাটি ঘটেছে বীরভূমের খয়রাশোল এলাকায়। জানা গিয়েছে, বুধবার সকালে বীরভূমের খয়রাশোলের বাসিন্দা উজ্জ্বল মণ্ডলের ফোনে একটি ফোন যায়।
ফোনটি ধরতেই জানানো হয় যে, তাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টাকা পাঠাচ্ছেন। সেই টাকা পেতে হলে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। সেই কথায় বিশ্বাস করে দু’টি অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেয়। এরপর মোবাইলে ওটিপি যায়। সেই নম্বর চান প্রতারকরা।নম্বর দিতেই দু’টি অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় প্রায় সাড়ে চার লক্ষ টাকা।
ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হওয়ার বিষয়টি বুঝতে পেরে উজ্জ্বলবাবুরা প্রথমে খয়রাশোল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর সিউড়ি সাইবার সেলে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।