পরিবহণ দফতরে এখনই স্থায়ী কর্মী নিয়োগ নয়: ফিরহাদ

স্টাফ রিপোর্টার : কোনও স্থায়ী কর্মী এখনই নিয়োগ করবে না রাজ্য পরিবহণ দফতর। বৃহস্পতিবার বিধানসভায় এ কথা জানাল পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। পরিবহণ মন্ত্রী বলেন, “কোনও স্থায়ী কর্মচারী এখনই নিয়োগ করা হবে না পরিবহণ দফতরে।
যে সংখ্যক কর্মচারী রয়েছে, সেই কর্মচারী নিয়েই কাজ করবে পরিবহণ দফতর।” কারণ প্রসঙ্গে তিনি আরও বলেন, “বাম জমানায় অতিরিক্ত কর্মচারী ঢুকিয়ে দেওয়া হয়েছিল পরিবহন দফতরে। তাই এখনই পরিবহন দফতরে কর্মী নিয়োগ করা যাবে না।”