দক্ষিণবঙ্গে বর্ষার অপেক্ষা আরও দুই-তিন দিনের

স্টাফ রিপোর্টার : দক্ষিণবঙ্গে বর্ষার জন্য আরও দুই-তিন দিন অপেক্ষা করতে হবে।এমনটাই জানাল আবহাওয়া দফতর।হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষার আগমনের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বর্ষা আসার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
খানিকটা দুর্বল হয়েই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে।আবহাওয়া দফতর সূত্রে আরও খবর, এই বছর উত্তরবঙ্গে অক্ষরেখা সক্রিয় রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুতে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে উত্তরবঙ্গে।
পাশাপাশি বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ অক্ষরেখা বা ঘূর্ণাবর্ত থাকলে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর প্রবেশের পথ সুগম হয়। এ বার সেটিও নেই। ফলে স্বাভাবিক সময়ের থেকে পাঁচ দিনের মাথায়ও বর্ষার দেখা নেই দক্ষিণবঙ্গে।