সমুদ্রের নীচ থেকেও নজরদারি ড্রোন মোতায়েন করবে ভারত

সংবাদ সংস্থা : চিনের উপর নজরদারি আরও বাড়াতে চলেছে ভারত।এবার সমুদ্রের নীচ থেকেও নজরদারি চালানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ড্রোনের মাধ্যমে এবার গভীর সমুদ্রেও নজরদারি চালানো হবে বলে সূত্রের খবর। আর সেই ড্রোন মোতায়েন করা হবে ভারত মহাসাগর এবং দক্ষিণ চিন সাগরে।
চিন যাতে জলপথে হামলা না করতে পারে, আর হামলা করলে তা যেন ভেস্তে দেওয়া যায়, সেই লক্ষ্যেই এই নজরদারি ড্রোনগুলিকে মোতায়েন করা হবে। শুধু নজরদারি চালানোই নয়, প্রয়োজনে হামলাও চালাবে এই ড্রোন।