প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে সিট গঠন

স্টাফ রিপোর্টার : প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে এবার সিবিআইকে সিট গঠন করে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের বিচারপতি।বুধবার শুনানি চলাকালীন বিচারপতি বলেন, বিশেষ তদন্তকারী দলের দায়িত্বে থাকবেন কলকাতার এক যুগ্ম অধিকর্তা।
হাই কোর্টের নজরদারিতে নিয়োগ দুর্নীতির তদন্ত চালাবে তারা।তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিটের আধিকারিকদের বদলি করতে পারবে না সিবিআই।সিবিআইয়ের সিটে কারা কারা থাকবেন, আধিকারিকদের নামের সেই তালিকা শুক্রবার আদালতে পেশ করবে সিবিআই।