তদন্তে গতি আনতে বাড়তি অফিসার আনছে সিবিআই

স্টাফ রিপোর্টার : কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই–এর কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলতেই এবার নড়েচড়ে বসল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।এবার তদন্তে গতি আনতে বাড়তি অফিসার আনছে তারা বলে খবর।
সিবিআই সূত্রে খবর, একজন ডিআইজি, দু’জন ডিএসপি এবং তিনজন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার অফিসারকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এঁরা কলকাতা অফিসে শীঘ্রই যোগ দেবেন। নতুন করে আরও চারজন ইন্সপেক্টরও আনা হবে।