অনেকটাই বাড়ল রাজ্যের করোনা সংক্রমণ

স্টাফ রিপোর্টার : গত ২৪ ঘণ্টায় কলকাতার করোনা আক্রান্তের সংখ্যা সেঞ্চুরি পার।রাজ্য স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ২৩০ জন। এর মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন ১০৫ জন।
দৈনিক সংক্রমণের নিরিখে সেঞ্চুরি না করলেও দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগনায় কোভিড আক্রান্তের সংখ্যা ৬৮ জন। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা (১৩)।তবে এদিন করোনায় একজনের মৃত্যু হয়েছে।