পুলিশ কর্মীদের সমস্যা শুনতে লালবাজারে চালু গবেষণা ও উন্নয়ন শাখা
স্টাফ রিপোর্টার: নিচুতলার পুলিশ কর্মীদের মানসিক ভাবে সুস্থ রাখতে এবং তাঁদের মনোবল টিকিয়ে রাখতে উদ্যোগ লালবাজারের৷ সেই সঙ্গে পুলিশের নানা কাজের মধ্যে ঘাটতিপূরণ করতে লালবাজারে চালু হল গবেষণা ও উন্নয়ন শাখা৷
লালবাজার সূত্রে খবর, এই গবেষণা ও উন্নয়ন শাখা খোলার মূল উদ্দেশ্য নিচুতলার পুলিশ কর্মীদের কাজের জায়গায় মানসিক ভাবে চাঙ্গা রাখা, তাঁদের মনোবল পড়তে না দেওয়া৷
পাশাপাশি শহরের অপরাধ দমন ও তদন্ত প্রক্রিয়া কীভাবে হচ্ছে? সেদিকেও নজর রাখবে কলকাতা পুলিশের নতুন এই শাখা