তপন দত্ত খুনে ডিভিশন বেঞ্চে মামলা

স্টাফ রিপোর্টার : তপন দত্ত খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে করা হল মামলা।মামলা করলেন অভিযুক্ত তৃণমূল নেতা ষষ্ঠী গায়েন।
মামলাকারীর বক্তব্য, এই মামলার দীর্ঘদিন ধরে পুলিশ তদন্ত করছে। দু’বার চার্জশিটও পেশ হয়ে গিয়েছে নিম্ন আদালতে। ফের নতুন করে সিবিআইয়ের হাতে কেন তদন্তভার দেওয়া হবে? এই প্রশ্ন তুলেই হাইকোর্টের দ্বারস্থ ষষ্ঠী গায়েন।