১৮ জুলাইয়ের মধ্যে একাদশ শ্রেণির ফলাফল প্রকাশ করার নির্দেশ স্কুলগুলিকে

স্টাফ রিপোর্টার : একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের তৎপরতা শুরু করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ১৮ জুলাইয়ের মধ্যে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে। সোমবার স্কুলগুলিকে এমনটাই জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
১১ জুলাই এর মধ্যে একাদশ শ্রেণির প্রাকটিক্যাল পরীক্ষাগুলো শেষ করতে হবে বলে নির্দেশিকায় জানিয়েছে সংসদ। তবে শুধু পরীক্ষার ফল প্রকাশ নয়, একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রত্যেকটি ছাত্রের ফলাফলের নম্বর সংসদে পাঠাতে হবে।
এমনটাও জানানো হয়েছে নির্দেশিকায়। ২৯ জুলাই-এর মধ্যে তা পাঠাতে হবে সংসদকে। ইতিমধ্যেই সেই নির্দেশিকা পেয়ে তৎপরতা শুরু করেছে স্কুলগুলি।