নূপুর শর্মাকে তলব কলকাতা পুলিশের

স্টাফ রিপোর্টার : সাসপেনডেড বিজেপি নেত্রী নূপুর শর্মাকে তলব করল কলকাতার নারকেলডাঙা থানা।নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের পর নারকেলডাঙা থানায় তাঁর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন নারকেলডাঙা এলাকার এক বাসিন্দা।
সেই অভিযোগের ভিত্তিতে নূপুর শর্মার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে নারকেলডাঙা থানা। সেই মামলাতেই নূপুর শর্মাকে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে।
আগামী ২০ জুন সকাল এগারোটা নাগাদ নারকেলডাঙা থানায় ওই মামলার তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করতে বলা হয়েছে তাঁকে।