নামখানার নদীতে ডুবে গেল একটি ট্রলার

অমিত মন্ডল ও রবীন্দ্রনাথ মন্ডল, নামখানা : সমুদ্রে মাছ ধরতে যাওয়ার আগেই ডুবে গেল একটি ট্রলার। ঘটনাটি ঘটেছে, সোমবার ভোরে দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীতে। স্থানীয় সূত্রে জানা যায়, এফ. বি.শঙ্খচক্র নামের ট্রলারটি নামখানার খেয়াঘাটে নোঙর করা ছিল।
ভোরে জোয়ারের সময় ট্রলারটি হঠাৎই উল্টে যায়। ওই সময় ট্রলারে ১৫ জন মৎস্যজীবী ছিলেন বলে জানা যায়। বিপদ বুঝে ১৫ জন মৎস্যজীবী নদীতে ঝাঁপ দেন এবং তাঁরা সাঁতার কেটে ডাঙায় উঠে পড়েন। তবে এদিন সকাল থেকে ট্রলারটিকে উদ্ধারের চেষ্টা চলছে। উল্লেখ্য, ১৪ই জুন থেকে উঠে যাচ্ছে সমুদ্রে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা।
১৫ই জুন থেকে রুপালি ফসলের সন্ধানে সমুদ্রে পাড়ি দেবে পশ্চিমবঙ্গের সব ট্রলার গুলি। প্রস্তুতিও প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন শুধু সমুদ্রে মাছ ধরতে যাওয়ার অপেক্ষা। তার আগেই এই দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
গত ৩দিন আগে মেদিনীপুরের খেজুরির কাছেও একটি ট্রলার ডুবে গিয়েছে। এই ঘটনায় সাগরের ২ জন মৎস্যজীবীর মৃত্যুও হয়েছে। আবারও ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।