বারুইপুরে শীততাপ নিয়ন্ত্রিত শববাহী গাড়ি উদ্বোধন করেন বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়।

বিশ্ব সমাচার, বারুইপুর : রবিবার সুবুদ্ধিপুর প্রগতি সংঘের পরিচালনায় দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে শীততাপ নিয়ন্ত্রিত শববাহী গাড়ির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বারুইপুরের পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের উপাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস, বারুইপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি পালান মোল্লা, বারুইপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা প্রগতি সংঘের সভাপতি বাপি ভদ্র সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।