পদক্ষেপ না করে আইন ভাঙাকে সমর্থন দুর্ভাগ্যজনক: ধনখড়

স্টাফ রিপোর্টার : গত কয়েক দিন ধরে বিক্ষোভ অশান্তি চলছে হাওড়া জেলার বিভিন্ন এলাকায়। রাজ্য প্রশাসন ব্যর্থ বলে ইতিমধ্যেই আঙুল তুলেছে বিজেপি।এ বার সেই একই অভিযোগ তুললেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
ট্যুইটে রাজ্যপাল লেখেন, ‘৯ মে থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। কোনও পদক্ষেপ না করে দুর্ভাগ্যজনক ভাবে আইন ভঙ্গকারীদের মদত দেওয়া হচ্ছে।
পাশপাশি রাজ্যপালের সংযোজন, ‘আইনভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মমতার কাছে আবেদন, যাঁরা জড়িত প্রত্যেককে গ্রেফতার করতে হবে।’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশকে ট্যাগও করেছেন তিনি।