গুলিকাণ্ডে মৃত রিমার পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্য মুখ্যমন্ত্রীর

স্টাফ রিপোর্টার : পার্ক সার্কাসে পুলিশকর্মীর এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছিল হাওড়ার দাসনগরের বাসিন্দা রিমা সিংহের।এবার ফোন করে রিমার পরিবারকে সমবেদনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেই সঙ্গে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তার পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে মৃতার ভাইয়ের বায়োডাটা চেয়ে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী।
ওই তরুণীর পরিবারের আর্থিক সমস্যা ছিল। সে কথা জানার পরেই মৃতার ভাইকে চাকরি দেওয়া যায় কিনা সে বিষয়ে তার বায়োডাটা চেয়ে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।