আগামী সপ্তাহেই দক্ষিণবঙ্গে বর্ষা: হাওয়া অফিস

স্টাফ রিপোর্টার : আবহাওয়া দফতরের ক্যালেন্ডার অনুযায়ী এ বছরের আগাম বর্ষা এসেছিল আন্দামান সাগর থেকে শুরু করে কেরল এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে।বাংলার উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছিল নির্ধারিত দিনের ৪ দিন আগে।
কিন্তু দক্ষিণবঙ্গে তা হলে কবে নাগাদ শুরু হতে পারে বর্ষাকালের মরশুম, সেটাই এখন অনেক বড় প্রশ্ন।তবে দক্ষিণবঙ্গে বর্ষা নিয়ে আবহাওয়া দফতরের আশ্বাসবাণী মিলেছে।
মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, আগামী দুই-তিন দিনের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্ষার আগমনের পথ ধীরে ধীরে সুগম হবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৪ থেকে ১৬ জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে পারে।