লাগাতার বাড়ছে রাজ্যের কোভিড সংক্রমণ

স্টাফ রিপোর্টার : মার্চের পর আবারও ১০০-র গণ্ডি ছাড়াল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ।শুক্রবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১০৭ জন। গত কয়েক দিন ধরেই দৈনিক আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী।
৫ জুন থেকে ৭ জুন, প্রতি দিনই তা ৫০-এর বেশি হয়েছিল। বুধ এবং বৃহস্পতিবার তা বেড়ে হয় যথাক্রমে ৮৫ ও ৯৫। তবে গত ২৪ ঘণ্টায় তা ১০০ ছাড়িয়ে যায়।ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যায় উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা এবং উত্তর ২৪ পরগনার পরিসংখ্যানও।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে কলকাতার বাসিন্দা ৪২। অন্য দিকে, কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা জেলায় নতুন করে সংক্রমিত ৩৫ জন। যদিও গত ২৪ ঘণ্টায় কোনও কোভিড রোগীর মৃত্যু হয়নি।