কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাংলায় আসছেন প্রধানমন্ত্রীর ভাই

সংবাদ সংস্থা : রেশন ডিলারদের স্বার্থরক্ষায় কেন্দ্রের বিরুদ্ধে পথে নামার সিদ্ধান্ত আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ মোদি।সেই উদ্দেশেই বাংলায় আসছেন সংগঠনের সহ-সভাপতি তথা প্রহ্লাদ মোদি।পেশায় রেশন ডিলার প্রহ্লাদ কেন্দ্র সরকারের পক্ষ থেকে ডিলারদের যে কমিশন দেওয়া হয় তা বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামতে চলেছেন বলে খবর।
কেন্দ্র সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আগামী বাদল অধিবেশেনর সময় সংসদ ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন। তাতে অংশগ্রহণ করতে চলেছেন প্রহ্লাদ মোদি। তবে তার আগেই কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে বাংলায় আসবেন তিনি।
জানা গিয়েছে, জুলাই মাসের মাঝামাঝিই মমতার রাজ্যে পা রাখবেন মোদির ভাই। বাংলার মাটিতে দাঁড়িয়েই মোদির নীতির বিরুদ্ধে সরব হবেন তিনি।