ভোট পরবর্তী হিংসা মামলায় এবার রাজ্যের স্বাস্থ্য উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ

স্টাফ রিপোর্টার: ভোট পরবর্তী হিংসা মামলায় এ বার রাজ্যের স্বাস্থ্য উপদেষ্টা অভিজিৎ চৌধুরীকে দুর্গাপুরের অস্থায়ী দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই ।বুধবার বেলা ১১টা নাগাদ দুর্গাপুরে সিবিআইয়ের অস্থায়ী দফতরে পৌঁছন অভিজিৎ।
দুপুর ১টা নাগাদ সিবিআই জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে যান তিনি। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ বলেন, ‘‘খুনখারাপির মামলায় আমাকে ডাক কেন, তা ভেবে আমি পুলকিত। এত খুনের মাঝখানে আমি কী ভূমিকায় থাকতে পারি?
এটা ভেবে আমি চমকে গিয়েছি।কোনও রাজনৈতিক নেতার নাম করতে আমি আগ্রহী নই। অনেক রাজনৈতিক নেতা ফোন করেন। যে হেতু আমরা মানুষের সঙ্গে কাজ করি। কারও না কারও সঙ্গে তো কথা হয়েছিল। সেই জন্য ওঁরা আমাকে ডেকেছিলেন।
আমি সেটা স্পষ্ট করে দিয়েছি। এই পুণ্যভূমি, এই ব্রজধামে আসতে পেরে আমি পুলকিত। যেখানে মহামানবেরা ঘুরে বেড়ান সেখানে আসতে পেরেছি, এটা আমি জীবনের অন্যতম প্রাপ্তি বলে মনে করছি।’’